ও প্রিয়তি, আয় চলে যাই রূপকথারই দেশে,
স্বপ্নলোকের আনন্দতায় থাকবো ভালোবেসে।
          সেথায় কোন নাই বেদনা
          নাই যে দুঃখ, নাই ভাবনা
পঙ্খীরাজের ঘোড়ায় যাবো তেপান্তরের দেশে।


শুক-সারিদের কথায় কথায় জানবো অতীত স্মৃতি,
বসন্ত-সুর ছন্দে ছন্দে গাইবো প্রেমের গীতি।
          স্বপ্নালোকের আনন্দতায়
          জড়িয়ে ধরে প্রিয় তোমায়
পরিয়ে দেবো চাঁদেরই টিপ গভীর ভালোবেসে।


৩১/০১/২০২০
মিরপুর, ঢাকা।


(গীতিকবিতা)