বুকের ভেতর গহীন সাগর বিমূর্ততার দীপ্ত ছবি,
জীবনবোধের নির্মোহ সোম পান করে যাও তৃপ্ত কবি।


প্রণয় পাপের উজান জোয়ার রক্তে যখন কাঁপন তোলে,
ছন্নছাড়ার অবাধ জীবন অগ্নিগিরির শিখায় জ্বলে।


উজান স্রোতের ধারায় যখন স্বপ্নকাতর জীবন কাঁদে,
বৃত্ত ভাঙার প্রবল ইচ্ছা ঝিমায় যখন বিসম্বাদে;


তখন সরল ছন্দসুরের গান বেজে যায় মনের কোণে,
অবাধ জীবন আগুন রঙের সম্ভাবনার স্বপ্ন বোনে।


প্রখর রোদের তাপের ঝালর জাগায় স্বপন জয়ের টিকা,
হাসির ঝিলিক ঠোঁটের কোণায় উছলিয়ে যায় বন্য-শিখা।


যাত্রাপালার নায়ক হবার তীব্র নেশার কিশোর বেলা,
সমস্ত আজ ধূসর রঙের হারায় কালের বিলাস খেলা।


১৩/১২/২০১৮
মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা।