কুক্কুট আর শেয়ালে স্বার্থের খেয়ালে একত্রিত হয়;
অথচ, তাদের মাঝে আড়ালে আবডালে বিস্তৃত সন্দেহ।
মোয়া-মুড়কির আর গুড়ের হিস্যার কঠিন হিসাব
মিলে না তাদের মাঝে। পরস্পর
যাদের ভেতরে দ্বন্দ্ব, অন্ধ লোভ ক্রমে বেড়ে যায়,
প্রতিদিন কাড়াকাড়ি, অবিশ্বাস রন্ধ্রে রন্ধ্রে খেলে
কিভাবে সবকিছু ভুলে ঐক্যের পথে চলে!


উত্তর আর দক্ষিণ কখনো কি একসাথে হেঁটে যেতে পারে?
তবুও তারা হেঁটে যেতে চায় অদ্ভুত খেয়ালে।
চলছে সে অদ্ভুত খেলা,
এখানে-ওখানে, সর্বখানে, দেশে ও বিদেশে।  
কখনো কি মেলে তেলে আর জলে?
কুক্কুট শেয়ালে মিলে হতে চায়।
হায় স্বার্থ! হায় লোভ! কতটুকু হলে
ভুজঙ্গিনী সঙ্গিনীর মমতার কথা কয় ইনিয়েবিনিয়ে!
অমৃতের স্বাদ পাওয়ার অলিক আশায়
গরলে সয়লাব করে তোলে সুন্দর পৃথিবী!


১৪/১০/২০১৮
মিরপুর, ঢাকা।