করোনার রূঢ় থাবা বিসারিত আজ;
কর্মহীন, দুর্ভিক্ষের করাল দুয়ারে
প্রতিটি মানুষ; দুঃসহ বেদনা-লাজ
পরিহারে দ্রুত হাঁটে নিকষ আঁধারে।
ঘরেতে অভাব, অশ্রু, ক্রন্দন; আগুন
জ্বলে না তিনদিন ধরে; মায়ের হৃদয়
আকুলিবিকুলি করে, কিছু ভাত-নুন
তুলে দিতে সন্তানেরে, অমূলক নয়।


অলৌকিক মায়াবতী, কেশবতী মেয়ে,
দ্বিধাহীন মোহময়; বেঁচে দিলো কেশ
অকাতরে সন্তানের মুখ-পানে চেয়ে;
কিছুদিন বেঁচে থাক, ছড়িয়ে আবেশ!
জননীর প্রেমধারা বিশাল আখ্যান,
পৃথিবীর মাঝে তিনি, ঈশ্বরের দান।


২২/০৪/২০২০
মিরপুর, ঢাকা।