চলেছি অজানা পথে, পথের সীমান্ত জানি নাতো।
এইটুকু জানি, যেতে হবে একা; অন্তঃসারশূন্য
বিষন্ন পৃথিবী থেকে; সত্যপথ খুঁজে পাই নাতো।
শীতের রাত্রির কাল, চারিদিকে অন্ধকার পূর্ণ
মোহের কুয়াশা এসে পাণ্ডুর করেছে জীবনের
চাঁদ- আলোকবর্তিকা। বাস্তবের শিশিরে পিচ্ছিল
দুর্গম বন্ধুর পথ। বিরহী মননে মরণের
কতো ছবি ভেসে উঠে! দেখি, শুধু লাশের মিছিল।


মিছিলে শামিল হবো- তুমি-আমি, কেউ বাদ নাই;
বাদ নাই পৃথিবীর শক্তিমান প্রচণ্ড প্রতাপী-
রাজা প্রজা মন্ত্রী সাধু জ্ঞানীগুণী পেয়াদা সবাই;
তাঁরা এক পথ ধরে হেঁটে যায়, তুষ্ট ও সন্তাপী।
সেই কথা ভুলে যাই পৃথিবীতে মোহের প্রভাবে,
মিছিলে শামিল হতে আমরা চলেছি ধাপে ধাপে।


২০/১১/২০২২
মিরপুর ঢাকা।