অনন্ত নক্ষত্রবীথি চারিদিকে ঘিরেছে আমায়,
অন্তরে বিপুল তৃষ্ণা, শুধু খুঁজি পিপাশার জল;
মহুয়া গাছের তলে, সরোবরে, পাহাড়ে জঙ্গলে,
ফেনায়িত সমুদ্রের বালুতটে নিত্য। অনর্গল
খুঁজেছি আলস্যহীন ইচ্ছা নিয়ে শহরে ও গ্রামে-
পুঁই মাচানের পাশে, হাটে-মাঠে, পুরনো পুকুরে,
চিরায়ত বাংলাদেশে; চোখ ভরে তারে দেখিবারে
হেঁটেছি বিস্তর পথ, একা একা প্রখর দুপুরে।


প্রতীক্ষার শেষাবধি চেয়ে থাকি উদাস আকাশে,
অন্তরীক্ষে, যৌনক্ষুধাতৃষ্ণাহীন অনন্ত স্রোতস্বী,
কূটতর্ক ঝেড়ে ফেলে, ভয়ঙ্কর বিরহবিচ্ছেদ
ভুলে, সম্মুখে দাঁড়িয়ে বলে যাবে- 'তোমার প্রেয়সী,
অনন্ত প্রাণচঞ্চল প্রিয়তমা, এসেছি গো ফিরে,
স্নান করে যাবো এই পৃথিবীর সবুজের নীরে'।


০৬/০২/২০১৯
মিরপুর, ঢাকা।