অনিন্দ্য সুন্দর তুমি, আমার প্রিয়তি!
নেমে এসো পৃথিবীতে, মাটির ধরায়;
কাজল মাখানো চোখে, নটিনীর মতো;
রঞ্জিত ঠোঁটে হাসির ঝলক নাচিয়ে,
সুদৃশ্য ভৃঙ্গারে দাও সরাবের বিষ।
এই হৃদয়ে ঘুমায় যে প্রিয়তি প্রিয়া,
তার অবস্থান, ধরাছোঁয়ার বাহিরে;
অমিমাংসিত আকারে সর্বত্র রহে সে।
তাঁর প্রতি শ্রদ্ধা, প্রেম অনন্তকালের
প্রিয় সাকী বলে। ভৃত্যের ভালোবাসায়
লুটাই চরণতলে গভীর আবেগে;
পাওয়ার আকুলতায় সুরের ব্যঞ্জনা
বাজে। তাই, হে প্রিয়তি! বিমুগ্ধ হৃদয়ে
হাজার কথার খই ফোটাই নির্বাকে।


১৬/১১/২০২০
মিরপুর, ঢাকা।