অনন্য প্রিয়তি তুমি
চোখের দৃষ্টিতে ধরে রাখো
বোমার মতোন তেজস্ক্রিয় পিরিতির তেজ
ধ্বংস হয়ে যাই খণ্ড-বিখণ্ডতায়
মোহময় প্রেমের কঠিন স্পলিন্টারে
প্রতিটি সন্ধ্যায় অবিরল বিদ্ধ করে যাও আমায়।
অরণ‌্যের সৌন্দর্য
পাহাড়িয়া চন্দ্রকিরণের মোহনীয় রাত
নীলগিরির অপার বিস্ময়
এইক্ষণে, আকাশের কাছাকাছি নীলগিরির চূড়ায়
সব কিছু তুচ্ছ মনে হয়
তোমার সরসিত হাতের স্পর্শবিহীন।


পৃথিবীর মূর্খ লোকেরাই একাএকা পথ হাঁটে
মূঢ়ের মতোন মদে-তন্ডুলে সুখে খুঁজে ফিরে
বদ্ধঘরের অন্ধকারে, আবর্জনার ভীড়ে
শরীরে শরীরে মাতালীয়া আনন্দের সুখ চায়।


এ নিঃস্তব্ধ প্রকৃতির মাঝে
তুমি এক গহীনতর অনন্য অরণ‌্য
যার ছোঁয়ায় সুবোধ হয়ে যাই
যার ছোঁয়াতে হতে চাই মদমত্ত বন্য।


০৯/১১/২০১৯
নীলগিরি, বান্দরবান।