রহস্যের মোহজালে সযতনে আবদ্ধ রেখেছো
সৃষ্টিরে, হে প্রভু। এই মহাবিশ্বে খুঁজে হয়রান
অস্তিত্ব তোমার ক্ষুুুদ্র মানুষেরা! ঢেকে রাখো তুমি
বেহেস্ত দোজখ হুর গেলমান সিরাত মিজান।
কালে কালে সর্বস্থানে জুজুভয়ে থাকে মানুষেরা,
অদেখা রহস্যে আবর্তিত হয়; মহা-পরীক্ষার
দুঃচিন্তায় জীবনের সর্বসুখ অবহেলা করে
জীবন-তরণী বায়; অতঃপর, রহে নির্বিকার।


প্রভু! তোমার অস্তিত্বে প্রশ্ন করে, এতো দুঃসাহসী
কোথায়ও কেউ নেই; মাঝে মাঝে প্রশ্ন করে তাড়া,
আর্তনাদে প্রতিবাদহীন ব্যাথিতের কান্না কেনো
দীর্ঘতর হয়? কেনো অন্তরীণ রহে ধর্ষিতারা
ধর্ষকের যাতনায়? দুর্বলের শক্তি হও তুমি,
হে মহান! তুমি অজানিত জীবনের অন্তর্যামী।


১২/১২/২০১৯
মিরপুর, ঢাকা।