এই মনের ভেতরে বহু কষ্ট খেলা করে;
অনুশোচনায় জ্বলি প্রতিদিন প্রতিরাত।
যখন নিস্তব্ধ হয়ে যায় সমস্ত পৃথিবী,
আমি জেগে থাকি সে-ই প্রহরে। তখন
আমার ভেতরে জেগে উঠে
অতীতের কথারাজি, ঘটনাসমূহ-
ভুল
দুঃখ
প্রেম
প্রতারণা
আর কতো অজ্ঞতার কথা!
ক্রমে বেড়ে উঠে অনুতাপ;
নিজেকে তখন নিজেই ভৎসনা করি।
জানি, কখনো ফিরে পাবো না তা';
সংশোধনের সময় পাবো নাতো আর।
তবুও, অবুঝ মন বারবার কেঁদে ওঠে
জীবনের শত কর্মে, অবস্থার মজলিসে;
অনুশোচনার হুতাসনে জ্বলে উঠে অহরহ।
জীবনতো একটাই
মোক্ষের সময় যদিবা হারিয়ে যায়;
কখনো আসে না ফিরে।
ভুলের পাথরে মাথা কুটে যদি মরে যাও,
ক্ষতের গভীর দাগ
বিরহের দাগ
হারানোর দাগ
কখনোই মুছে দিতে পারবে না আর।
যদিবা সময় যায় চলে
সময়ের গহীন অতলে;
অসময়ে সাধনার মন্ত্র নিয়ে
মোক্ষলাভের প্রচেষ্টা করা
বৃথা
পণ্ডশ্রম
সময়ের অপচয় মাত্র।


০৯/০৩/২০২১
মিরপুর, ঢাকা।