এই বিষন্ন নিশিতে, দুর্যোগ সময়ে,
শুধু অপেক্ষায় আছি, শ্রাবণ দিনের
বৃষ্টির স্পর্শের জন্য।
                       লুকানো প্রেমের
মধ্যাহ্নের অপেক্ষায়,বসে আছি ঘন
বনস্পতির ছায়ায়। এখনো শরীরে
উত্তপ্ত রোদের বাষ্প অনুভব করি।
পাখির মতোন ডানা মেলে, দূর নীল
আকাশে ওড়ার স্বপ্ন দেখি। পৃথিবীর
সমস্ত সংশয় ঝেড়ে ফেলে, ছুটে যাই
প্রিয়তির আঁচলের তলে।
                             নিদ্রাহীন
রাতে কল্পনায় দেখি, শীতের সকালে
গাছের ছায়ার নিচে কুয়াশারা জড়ো
হয়, ধোয়ার মতোন শিশির সন্তাপে।
বইয়ের পৃষ্ঠাগুলো উল্টাতে উল্টাতে
অজান্তেই চলে যাই নিকানো উঠোনে,
সেই পুতুল খেলার বুদ্বুদ বিস্ময়ে!


তাই, আশা নিয়ে আছি, এই দুঃসময়
কেটে যাবে সহসাই; ফিরে আসবেই
সে সকল দিনগুলো আমাদের মাঝে,
সকল বাধা-বিপত্তি অতিক্রম করে।


১৯/০৭/২০২০
মিরপুর, ঢাকা।