স্বার্থবাদী বেজন্মা জাত
মোহের তোড়ে সৃষ্টি করে
দুষ্টু প্রভাব। অভিসম্পাত
নেমে আসুক তাদের তরে।


চাতুরিতে পাকা ওরা,
দুমুখো সাপ! সকাল-বিকাল
বোল পাল্টায়। ভুবনজোড়া
এমন কুজন বড়োই আকাল।


আস্তাকুড়ে থাকবে তারা,
করবে সময় সঠিক বিচার।
সত্য-সঠিক থাকে যারা,
এ জগতে ভয় কিরে তার?


স্বার্থবাদী কুচক্রীদল,
মনে যাদের অসততা
বিরাজ করে। হবে বিফল
চিরন্তণী সত্য কথা।


২০/১১/২০১৯
মিরপুর, ঢাকা।