ওরা অভিশাপ দিয়েছিলো, যেন ধ্বংস হই,
ক্রমাগত রসাতলে, অন্ধকার আস্তাকুড়ে যাই।
তাই, গোপন বৈঠকে মেতেছিলো ওরা,
নামীদামী রেস্ট্রুরেন্টে খেতে খেতে সুস্বাদু খাবার।
মিশকালো শব্দগুলো ছোড়াছুড়ি করে
পরস্পর মুখের উপর।
ছলনার বাটিগুলো মিথ্যার প্রলেপে
সাজিয়েছিলো যে তারা,
কিম্ভুত সুন্দর করে আহ্লাদীর রঙ মেখে!
স্যঙ্গাত যতো সঙ্গত দিলো তীব্র হলো সুর,
কৌতূহলে ভরে উঠে যেনো রসনার রোদ্দুর।
আজ সন্তাপ বাড়ে হৃদয়ে তাদের, আহারে!
অভিশাপগুলো দৈবময়ী হলো না যে সংসারে।


১১/০৩/২০২০
মিরপুর, ঢাকা।