তোমার বীণার তারে কী সুর বাজাও
মধুর ঝংকারে? ভাবি, ওগো প্রিয়তমা।
কতো ছন্দে, কতো রসে সুধাকণ্ঠে গাও;
বুঝতে পারি না, হে আমার মনোরমা!
সেই সুরের ছোঁয়ায় হেসে উঠে নদী,
বৃক্ষ-মাটি, লতা-পাতা, সাগর, পাহাড়;
তোমার স্মরণে গেয়ে যায় নিরবধি;
আমি শুধু চেয়ে থাকি বেকুব-অসার।


অনন্তের পারাবারে অরূপের রূপ
বিচ্ছুরিত নিরন্তর; আমি তা' খুঁজি না।
অখণ্ড জ্ঞান-ভাণ্ডারে দিই না যে ডুব,
চির অন্ধ-কালা, আমি কিছু তো বুঝি না।
অরূপের রূপ খুঁজি গহীন আঁধারে,
খুঁজে খুঁজে পেরেশান পাই নাকো তারে।


২৩/১১/২০২২
মিরপুর ঢাকা।