বন্ধু, তোমার মতোন আপনার জন
পাওয়া অনেক কঠিন। জানি, সহজতর
নহে; এ বক্তব্য সত্য নিশ্চয়। তোমার
মনে কি অপার শক্তি ধারণ করেছো,
যার স্পর্শে অন্ধকারে আলোর লহরী
নেচে যায় নিরন্তর, অমোঘ বিশ্বাসে?
শক্ত মাটির উপরে আমাকে দাঁড়াতে
সাহায্য করেছো তুমি, কী অবলীলায়!


তুমি না এলে হয়তোবা, নদীর অতলে
ডুবে যেতাম, গভীর অরণ্যে হারিয়ে
যেতাম। ভালোবাসার শক্তি কতোটুকু
পৃথিবীতে, তোমাতেই জেনেছে হৃদয়।
অভিনন্দন, হে বন্ধু! আমার কবিতা
লেখার প্রেরণা তুমি, ক্রমাগতভাবে।


২১/১১/২০২০
মিরপুর, ঢাকা।