(পাগলের) পাগলামিটা চলছে ভালো।
দিন-দুপুরে নামায় তারা অমাবস্যার গহীন কালো॥
কেউবা লাল গামছা পরে
এদিক-ওদিক ঘুরে ফিরে
কেউবা আবার কল্কি ধরে', বলে, এবার আগুন জ্বালো॥


নাই ভেদাভেদ নারী পুরুষ যুবক-কিশোর-বৃদ্ধ,
গভীর জ্ঞানের ভাবধারাতে চাইছে হতে সিদ্ধ।
কেউবা চক্ষু বন্ধ করে
করছে জিকির জোরেসোরে
কেউবা আবার নেশার ঘোরে নাচছে তাধিন এলোমেলো॥


কেউবা বলে মাইজভান্ডারি,  কেউবা লেংটা বাবা,
নয়ন মুদে দেখেন তাঁরা ইব্রহিমের কাবা।
ঘুরপাক খায় দিনে-রাতে
বুক মিলিয়ে বুকের সাথে
(তাদের) নাচের তালে দুর্বিপাকে দুলছে ধরা টলোমলো॥


০৩/০৮/২০২২
মিরপুর, ঢাকা।
গীতিকবিতা