ঝঞ্ঝাবর্ত চারিদিক, বয়ে চলে দুরন্ত বাতাস,
সমাজে, সংসারে, নিত্য অভাবের। হিংসা ও দুঃখের
ঝড়োয়াল বাতাসের তোড়ে, উড়ে যেতে চায় মন,
মানুষ জীবন, ছিন্ন কাগজের পাতার মতোন।
তখন, হে চন্দ্রাবতী! তুমি সযতনে চাপা দাও
সঘন অশান্ত মন, যেন কারুময় সোহাগিনী
পেপারওয়েট; পরিপাটি করে তোল সুবিন্যস্তভাবে।
যুক্তিতর্কহীনভাবে উড়ে যেতে পারি না কোথাও,
দূরে হারিয়ে যাওয়ার সম্ভাবনা লীন হয়ে যায়;
তোমার ভালোবাসার নিরন্তর ওজনের ভারে।
তুমি যেন অলৌকিক পৃথিবীর এক পেপারওয়েট!
অবধারিত প্রেমের বক্ষতলে চাপা দিয়ে রাখো।
শরতের পেঁজাতুলো মেঘেদের মতো যদি উড়ি
অন্তহীন আকাশের নীলধোয়া বিথিকার পথে,
প্রবলতর বায়ুতে, দলছুট হয়ে একা একা।
মৃন্ময়ী কৌসুলি তুমি! কী নিপুণভাবে চেপে রাখো
নিরন্তর, অমলিন সুধাময় প্রগাঢ় প্রচাপে;
লক্ষ মদির প্রেমের পূর্বাভাস জেগে উঠে প্রাণে।


১৭/০৯/২০১৮
মিরপুর, ঢাকা।