রাঙ আর সোনা      হয় বেচাকেনা
       এক দামে আজ বাংলাতে,
কবিতার দেশে      অতি ভালোবেসে
        তকমা যে কিনে হ্যাংলাতে।
কবিদের ঘরে      দিনে দিনে বাড়ে
        পদকের মেলা জমজমাট,
ছন্দ জানে না      অথবা মানে না
       কবিদের হাটে লাট্ বড়লাট।
যেনতেনভাবে      আনতে যে হবে
       সিলমারা এক পিল-তকমা,
কবি সমাদর      বাড়াবে আদর
      অবশেষে হবে দীল-ঝকমা।
চারিদিকে বদ      কবি পরিষদ
      ক্রেস্ট বানিয়ে ডাকছে আয়!
কবি করে দেবো     বিনিময়ে নেবো
       টাকা-আনা-পাই তোর ইচ্ছায়।
পাঁচ দশ বিশ      যা পারিস দিস
      হল ভাড়া আর খানা-খরচা,
কবির সংঘ     করিছে রঙ্গ
      পদক দিয়ে সে করে করচা।।


চেয়ে চেয়ে দেখি     কাক হয় শিখী
     রাঙ আর সোনা  একদামে বেচতে,
হতে পারো তুমিও    কবিতার রোমিও
     দাও যদি অমিয় বণিকের হস্তে।


০৭/০১/২০১৮
মিরপুর, ঢাকা।