সব কিছু আজ নীরবে নীরবে হারিয়ে যাচ্ছে দূরে,
হারাচ্ছে প্রেম-ভালোবাসা যত মানুষের অন্তরে।
পাখ-পাখালির গান হারাচ্ছে, হারাচ্ছে খাল-বিল,
জলবতী নদী, আরো হারাচ্ছে পানকৌড়ি, গাংচিল।
জলাঙ্গী দেহ ধু-ধু বালুচর পাল তোলা নাও নাই,
ভটভট করে ইঞ্জিন চলে কান ঝালাপালা তাই।
গ্রামগুলো মৃত, নাই তার রূপ, নাই শ্যাম সমারহ
সরল মানুষ জটিল হয়েছে কূটিলতা অহরহ।
মানুষের তরে মঙ্গল-বাণী আসছে না কোন আর,
আপনার তরে ব্যপৃত সবে দুঃসহ সংসার!
স্টার জলসার ঝগড়া-বিবাদ গ্রামে ও শহরে চলে,
ধ্বংস হচ্ছে সমাজ-বাঁধন আধুনিকতার ছলে।


২২/০৯/২০২২
মিরপুর, ঢাকা।