গরু-ছাগল, মহিষ-ভেড়া,
কুকুর-বিড়াল, গাধা-ঘোড়া,
ময়না-টিয়া, মুরগী ও হাঁস,
        পোষে কেউ আদরে,
কেউবা পোষে গোখরা সাপও
        অনেক আস্থা ভরে।


সুযোগ পেলেই তারা পালায়,
বাঁধন ছিঁড়ে সব সরে যায়,
বিষ্ঠা-গুঁটে পড়ে থাকে
        থরে ও বিথরে।
রইবে পড়ে সময় শেষে
        হয়ে যে একঘরে।


আজকে যারা চারিদিকে,
সরে গেলেই হবে ফিকে,
সে জন রবে, যে জন প্রথম
        প্রেমে হাতটি ধরে,
আঁধার থেকে এনেছিলো
        গহন আলোর ঘরে।


০১/১১/২০১৯
মিরপুর, ঢাকা।