স্বপ্নগুলো হত্যা করলে তুমি,
এখন আমি স্বপ্ন বিহীন একা;
জবর দখল করলে সতেজ ভূমি,
সরলতায় আর হবে কি দেখা?


চতুর্দিকে অবিশ্বাসের শ্বাস,
নিত্য নতুন ছল চাতুরী চলে;
আনলে তুমি আমার সর্বনাশ,
মিছে মিছি আশার কথা বলে।


এখন আমি মরুর পাগলা ঘোড়া
দিগ্বিদিকের জ্ঞান হারায়ে চলি;
ছুড়ে ফেলি সকল ফুলের তোড়া,
পাহাড় চুঁড়া নাঙা পায়ে দলি।


স্বপ্নগুলো হলুদ পাতার মতো
একে একে যাচ্ছে সকল ঝরে;
দুঃখ দোলা বাড়ছে অবিরত,
নিরুদ্রুপে থাকি কেমন করে?


২৩/০৫/২০১৪।