কপাট খুলিয়া বাহিরেতে এলে
        অনেক আলোর রঞ্জন দেখে
                 স্তম্ভিত তুমি দু’হাত বাড়ালে
                            ধরি তাই হাতখানি।


সয়ে গেছে আলো চোখ খুলে তুমি
        সম্মুখে দেখে বিলোলিত হলে
                  স্মৃতিময় সব অতীতের কথা
                             তুলে আনে ঝলকানি।


আঁধার নামিছে স্মৃতির পাতায়
         ফুঁসিয়া উঠেছে বিষাদের কাল
                    ফিকে হয়ে আসে আলোকিত স্মৃতি
                                তাই কাঁদে অন্তর।


কপাটকখানি স্থবির হবে
         উজ্জ্বল দিন নিশিতে হারাবে
                    তবুও চলেছি স্বার্থের খোঁজে
                             পাটে বসে দিবাকর।