স্বপ্নগুলো নৌকায় ভরে চলছি বহু দূর,
যেতে হবে বন্ধুর পথ, দীর্ঘ সমুদ্দুর।
সাথের সাথী আছো যত     দাঁড় টেনে যাও অবিরত;
তরঙ্গীত সাগর জলে দিতে হবে পাড়ি,
বৈঠা টানো উজান পথের সত্য সেবক দাঁড়ি।
আমরা সবাই বেয়ে যাবো লক্ষ্য অভিমুখে,
রঙিন দিনের ডাক শুনেছি সাহস বাঁধি বুকে।


পিছন থেকে ভয় কাতুরে ডাকবে যখন জোরে,
‘হেঁইও’ বলে নৌকাখানি ভাসাও স্রোতের তোড়ে।
লক্ষ্য যদি আলোক মাখা     শক্তি এসে মেলবে পাখা;
সুন্দরতা পড়বে লুটে এইতো জানি সব,
সত্যখানি বুকে ধরে করবো রে উৎসব।
আমরা সবাই বেয়ে যাবো লক্ষ্য অভিমুখে,
রঙিন দিনের ডাক শুনেছি সাহস বাঁধি বুকে।


ঘরের বাহির আয় ছুটে আয় লিঙ্গ ভেদে সব,
ঐ শোনা যায় ভোর প্রভাতের পাখির কলরব।
অবগুন্ঠা নয়ন খুলে      চেয়ে দেখো আকাশ মূলে;
আলোর ধারার বর্ণিলতা ঝরছে অনর্গল,
কপাট খুলে আয় বাহিরে বাড়াও চরণদল।
আমরা সবাই বেয়ে যাবো লক্ষ্য অভিমুখে,
রঙিন দিনের ডাক শুনেছি সাহস বাঁধি বুকে।


কাঁধের সাথে কাঁধ মিশিয়ে অগ্রে বাড়াও পা,
আঁধার কেটে আনবো এবার আলোর নিশানা।
থাকবো নাকো মোহের বশে      সত্যখানি ধরবো কষে;
সময় এসে ডাক দিয়ে যায়, সত্য ব্রতচারী!
ভয় কিরে তোর অগ্রপথিক! সঙ্গে শতেক দাঁড়ি।
আমরা সবাই বেয়ে যাবো লক্ষ্য অভিমুখে,
রঙিন দিনের ডাক শুনেছি সাহস বাঁধি বুকে।