সাথের সাথী ছিলো যতো
তোর পাশেতে অবিরত
চলে যাবে ডাক দিলে রব
মধুলোভী মৌমাছি সব
আজকে দেখো দূরে কতো!

তোরে দিয়ে গোরের মাটি
একলা ঘরে  পরিপাটি
ফিরবে সবে নিজের ঘরে;
নিসঙ্গতার অন্ধকারে
থাকবি পড়ে এইতো খাঁটি।

সোনা-দানা, জমিদারী
ধন-দৌলত, বাহাদুরী
রুদ্ধ হবে তোর অহঙ্কার
ছল-চাতুরী চলবে না আর
থাকবে শুধু আহাজারি।

শূন্য থেকে জীবন শুরু
শূন্যে আবার হয় আবাসস্থল
মহাশূন্যের গোলকধাঁধাঁয়
স্তব্ধ হবে সব কোলাহল।