সাঁঝবেলাতে ডাক দিয়েছে কাজল মেয়ে, নীল চোখের!
শাপলা বনের দীঘল দিবস এখন আমার মন ভুলায়;
খোপ ছাড়িয়া বাকুম বাকুম সোহাগ খুঁজে কইতরের,
নিটোল জলে ঝড় উঠেছে মনখানি আজ উছলায়।

জলে ভাসান ধানের আগা ঢেউ খেলে যায় বাতাসে,
রঙিন দিনের স্বপ্নগুলো ডুব দিয়েছে জলের তল;
বৃষ্টি ধারার সোঁদাল সুবাস যায় ছড়িয়ে আকাশে,
শালুক তোলার ধুম লেগেছে চঞ্চলা সব কিশোর দল।

মনের সুখে চলেই যাবো বাঁধতে বাসা জঙ্গলে-
'জংলি' মেয়ের ভালোবাসা রাত দুপুরে ঝড় আনে;
আবার আমি মিশেই যাবো কিশোর দলের দঙ্গলে,
সাঁতার কেটে পার হবো যে মেঘনা নদী এক টানে।


জংলি মেয়ে =  সুখ-স্মৃতিময় আমার গ্রামখানি,
                    যার নাম 'চর বাউশিয়া'।

২৬/০৬/২০১৪
পল্লবী, মিরপুর, ঢাকা।