তুমি আমি কী বুঝি আর স্বার্থ নিয়ে ছলাকলা!
এই খানেতে সবাই পাগল, ঘোর পাগলের রঙ্গমেলা।
কেউবা আসল, কেউবা নকল, স্বার্থবাদী, অর্থলোভী,
কেউবা আবার মোহের পাগল, আসল পাগল বুঝে সবই।

আমরা ইহার কিবা বুঝি? যে বুঝে তা সেইতো দূরে,
আমরা শুধু নৃত্য করি মিথ্যের পাশে ঘুরে ঘুরে।
রাধা-কৃষ্ণ বলি মুখে সত্যের প্রেম বুকেতে নেই,
কাঁচা প্রেমের বাউল সাজি মিথ্যাটাকে লুফে যে নেই।

অর্থ প্রেমে অনর্থ কাজ নিত্য করি জগৎ মাঝে,
বড়াই করি মুখেই শুধু থাকিনাতো কাজের কাজে।
ধর্ম- বনিক ব্যবসা করে ধর্ম কথায় এ সংসারে
ধর্মভীরু পড়ে থাকে সবার পিছন, এক কিনারে।

ইচ্ছেখানি শক্তি দিয়ে সামর্থে আজ এগিয়ে যাও,
মানুষ তরে মানুষ জীবন- এ কথাটা জানিয়ে দাও।



২৬/০৬/২০১৪।
মিরপুর, ঢাকা।