.                   পর্ব-২


নদীঃ
কষ্টের পাহাড় ক্রমে প্রলম্বিত হচ্ছে
আমার উপত্যকায়, কেউ তা' দেখে না;
বুঝতে পারে না কেহ মনের বেদনা;
পালকের বিছানায় শুয়ে শুয়ে ভাবি
ঘুমের ভনিতা করে, কেটে যায় রাত।
চারিদিকে অন্ধকার গ্রাসিছে আমার
সুখের চেতনাগুলো, দুঃখগুলো এসে
প্রতিটি গহীন রাতে পাখা ঝাপটায়,
মুক্তির প্রহর গোণে বন্দি খাঁচা হতে।
শিলাময় শাসনের দেয়াল ভাঙ্গার
শক্তি নেই মনে আজ, তোমার স্পর্শের
সুখের তিলক আমার শরীরময়।
তবুও স্পন্দনহীন নারীর হৃদয়
নিরন্তর স্বপ্ন আঁকে একান্তে, আকাশ!

১৯/১১/২০১৪।
মিরপুর, ঢাকা।