প্রবল সূর্যের নিচে আমাদের জীবন,
শরীর বেয়ে ঝরছে প্রতিক্ষণ
কামনার, লোভের, মৈথুনের স্বেদ;
এখানে সেখানে, ঘরে বাইরে, সর্বত্র।


সত্যকে আমরা বড়ো ভয় পাই,
তাই, পালিয়ে বেড়াই সত্যের স্পর্শ থেকে;
মাঝে মাঝে অবচেতনে সত্যেরা বের হয়
তার গোপন কুঠুরী হতে
অত্যুজ্জ্বল আলোকের পথ বেয়ে।


তখনই বিহ্বল হয়ে যায় শাসক
এবং চাটুকারের দল,
কথার চাদরে ঢাকতে গিয়ে দ্বিগুণ হয় মিথ্যে;
আর, মিথ্যার নিক্তিতে মেপে যায়
সত্যের বাজার দর, নিরন্তর।


সূর্য লুকিয়ে থাকে মেঘের তলে,
মেঘেরা চিরস্থায়ী নয়;
ইতিহাসের বায়ুর তাড়নে সরে যায়,
সত্যেরা প্রতিভাসিত হয়, স্বমহিমায়।
এখন প্রবল সূর্যের নিচে আমাদের জীবন,
তবুও, অন্ধকারে ঘর্মক্লান্ত শরীর।


১৬/১১/২০১৪।
মিরপুর, ঢাকা।