.                (এক)


ভাবনার ভুঁয়ে            কথা-বীজ রুঁয়ে
       চেতনার জল দাও হে সেচন,
ক্রমে বেড়ে যাবে        শব্দে ও ভাবে
       কাব্য কলার মনোরঞ্জন।


                   (দুই)


ছন্দের নুনে                ভাবের আগুনে
        উপমার আঁচে রাঁধা তরকারী,
শ্রেষ্ঠ কবিতা               হয় সবই তা'
        সুন্দর হবে মেহমানদারী।


                   (তিন)


মনের ভিতরে              মন যে কি করে
         বুঝিনাতো কোন ছলকলা তার,
কবিতার রাণী              করে রাহাজানি
         ভাবের সাগরে আনছে আঁধার।


০৭/১২/২০১৪।
পল্লবী, ঢাকা।