শেষমূহুর্ত পর্যন্ত আমরা ভেবেছি তুমি ফিরে আসবে জীবন নিয়েই,
আমাদের কোটি প্রাণের তীব্র আবেদন ও প্রার্থনা
দয়াময় ঈশ্বর অবহেলা করতে পারবেন না কখনোই;
আবার তুমি হাসবে প্রশান্তির উন্মাদনায় তৃষিত মায়ের বুকে,
আবার তুমি খেলবে ছোট ছোট পা ফেলে শ্যামল দুর্বাঘাসে,
রেলওয়ের সেই উন্মুক্ত বিপদ সঙ্কুল মাঠেই ...
(যদিও তখন সেই বিপদের আপদ দূর হবে)।


যখন তুমি উঠে এলে নিথর দেহে ওয়াসার পাইপের ভেতর থেকে,
তখনও ভেবেছি তুমি প্রাণবাহী, প্রবল ঘুমে আচ্ছন্ন;
শুয়ে আছো ফায়ার ফাইটারের দু'হাতে, অভিমান করে;
তোমার অভিমান এতো গভীর ও তীব্র!
তুমি আর ফিরে এলে না ঘুমের দেশ থেকে;
আমাদের সকল স্বার্থহীন চাওয়া, সকল প্রার্থনা নিষ্ফল হলো,
অলৌকিক চাহিদার অপূর্ণতার ব্যর্থতার কষ্ট
অন্তরের ভেতর জমাট বাঁধা হিমবাহ গড়িয়ে যায়।
(আমাদের ব্যর্থতাকে ক্ষমা করো, স্বর্গবাসী জিহাদ)।


২৭/১২/২০১৪।
মিরপুর, ঢাকা।