আমরা সকল সাধারণ জন দলীয় পুতুল আজ,
দুইদিকে সব ভাগ হয়ে চলি, ভুলে সব ভয়-লাজ।
আমরা হাঁটছি অন্ধকারের অতল গভীর তলে,
মানুষের মন ভালোবাসাহীন হিংস্রতা শুধু জ্বলে।


ক্ষমতার মোহ অন্ধ করছে বিচার-বুদ্ধি সব,
রক্ত এবং লাশের উপর করে যাই উৎসব।
নেতাগণ সবে আয়েসের ঘরে, মরছে নীরিহ জন,
অবলার ঘরে পূত্র-শোকের উঠছে যে ক্রন্দন।


বোমা ও গুলিতে মরছে মানুষ, ডুবছে বাংলাদেশ,
ক্ষমতার মোহ পরস্পরের বাড়িয়ে তুলছে দ্বেষ।
নাই কিরে তোর শুদ্ধচেতন, দেশ তরে ভালোবাসা?
গণতন্ত্রের নামেই আনিস মৃত্যু সর্বনাশা!


কবি-নেতা এসো, অসত্য-নাশা মুক্তির বাণী লয়ে,
অগ্নি ঝরানো শব্দ ও কাজে সুধা আনো লোকালয়ে।


০৬/০১/২০১৫।
পল্লবী, ঢাকা।