আমায় ঘরের বাহির করে রইলে তুমি ঘরেতে,
পথে পথে ঘুরি এখন মন্দ বলে পরেতে।
          ভালোবাসার কথা বলে
          ডাকলে আমায় কতোই ছলে!
সকল ফেলে চলে এলেম শুধুই তোমার তরেতে,
ঘরের বাহির করে আমায় রইলে তুমি ঘরেতে।


তোমার দুয়ার বন্ধ আজি একলা রহি দাঁড়ায়ে,
দুয়ার খুলে এলে নাকো দু'টি কদম বাড়ায়ে।
          দুঃখগাঁথা দিয়ে ঢেলে
          সুখের ধারা কতো পেলে?
আমি এলেম সাত সাগর আর তের নদী পাড়ায়ে,
বন্ধ দুয়ার খুলে আবার এসো দু'পা বাড়ায়ে।


দুয়ারখানি খুলবে না আর ছিলো যদি এই মনে,
আমার বাঁশির সুরে কেনো জবাব দিলে সেই ক্ষণে?
          পাষাণ হৃদের পাষাণীয়া!
          দেখো এবার দ্বার খুলিয়া,
রাধার তরে কৃষ্ণ চেতন মিলতে চাহে রাই সনে,
কপাট খুলে প্রিয় 'মম' আবার এসো এই মনে।


০৮/০১/২০১৫।
মিরপুর, ঢাকা।