শীতের সূর্য উঠছে যখন কুয়াশার ফাঁক গলে,
দু'হাত বাড়িয়ে সামনে দাঁড়াও চির কিশোরীর ছলে।
বসন্ত রঙ ফুলগুলো সব উত্তাপ মেখে গায়,
হলুদ বসন, বকুলের ঘ্রাণ, ভেজা চুল উড়ে যায়।


শীতের সকাল উষ্ণতাখানি অনুভবে তুলে ধরে,
সুরেলা কণ্ঠে সামনে দাঁড়াও নেশাচ্ছন্ন ভোরে।
দু'চোখের পাতা ছুঁয়ে দাও তুমি কোমল আঙুল দিয়ে,
অনন্ত ঘুম খান খান হয় সোহাগী পরশ নিয়ে।


ঠোঁটের কোণায় চুম্বন এঁকে শিহরিত লজ্জায়,
দু'হাত বাড়িয়ে নিমীলিত চোখে ফিরে এসো শয্যায়।
ফের জেগে উঠে আদম-হাওয়া স্বর্গের ময়দানে,
আনন্দ-ধারা ঝির ঝির ঝরে শীত প্রভাতের প্রাণে।


১৮/০১/২০১৫।
মিরপুর, ঢাকা।