এতো ভালোবাসা রাখবো কেমনে,
এমন পাত্র পাই কোথায়?
দিয়েছো কতোই বন্ধুরা মিলে
ঋণে আবদ্ধ করে আমায়।

তোমাদের প্রেম, মধুর সোহাগ,
বিমোহিত করে এই হৃদয়,
তাইতো এ মন তোমাদের সাথে
প্রাণ খুলে দিয়ে কাব্য কয়।

বন্ধু! প্রেমের মুরালীখানিরে
তুলে দেই আজ সবার মাঝ;
পশ্চিমে ঢলে জীবন সূর্য,
জানি না কখন নামবে সাঁঝ।

অসীম পিরিতি রেখে যাই আজি
স্মৃতির খাতায় প্রেমের বল,
ছিলাম এখানে তোমাদের সাথে
ছিলো না হৃদয়ে কোনই ছল।

আবার যদিবা হয় গো জন্ম,
আসি বসুধায় মানুষ-প্রাণ;
তোমাদের লয়ে বুকের ভেতরে
রচিবো যে আমি কোরাস গান।

ভালোবাসা আর প্রেমের ধারায়
সিক্ত করবো সবার মন,
আমরা থাকবো মিলে মিশে সবে
বন্ধুর মতো ঘোর আপন।

ভালোবাসা যত দূরহ ভেবেছো
ততোটা কঠিন নয়কো নয়,
হৃদয়ের টানে অদেখা প্রাণও
মনের কাছের বন্ধু হয়।


১২/১১/২০১৬
মিরপুর, ঢাকা।