ইদানিং আসরের কোন কোন কবিবন্ধুদের দেখি একেক জন একেক রকম যতি চিহ্ন ব্যবহার করেন। কেউ (/), আবার কেউ (____) ইত্যাদি ব্যবহার করেন। যা বাংলা ভাষার ব্যাকরণ সম্মত নয়। আমরা যারা সাহিত্যের অনুরাগী, তারা কেউই ব্যাকরণের নিয়মের বাহিরে যাওয়া উচিৎ নয় বলে, আমি মনে করি। তাই নিচের পোস্টটি দিলেম।


বাক্যের অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করার জন্য, বাক্য উচ্চারণের সময় বাক্যের মাঝে ও শেষে বিরতি দিতে হয়। এই বিরতির পরিমান প্রয়োজন অনুযায়ী কম-বেশি হয়ে থাকে। আবার বাক্য উচ্চারণের সময় বিভিন্ন আবেগের জন্য উচ্চারণ বিভিন্ন হয়ে থাকে। বাক্যটি লেখার সময় এই বিরতি ও আবেগের ভিন্নতা প্রকাশ করার জন্য, যেই সকল চিহ্নগুলো ব্যবহার করা হয়, তাদেরকে বিরাম চিহ্ন বা যতি চহ্ন বা ছেদ চিহ্ন বলে।


প্রাচীন বাংলায় মাত্র দু'টি বিরাম চিহ্ন ব্যবহার করা হতো। (১) দাঁড়ি (।) এবং (২) দুই দাঁড়ি (॥)। পরবর্তীতে ঈশ্বরচন্দ্র বিদ‌্যাসাগর ইংরেজি ভাষার অনুকরণে বাংলা ভাষায় কিছু বিরাম চিহ্ন প্রচলন করেন। বর্তমানে ব‌্যবহৃত বিরাম চিহ্নগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বিরাম চিহ্ন নিচে দেয়া হলো-


যতি চিহ্নের নাম            আকৃতি           বিরতির পরিমান
_________________________________
কমা                          (,)           ১ বলতে যে পরিমান সময়
__________________________________                                                  
দাঁড়ি/পূর্ণচ্ছেদ                  (।)                এক সেকেন্ড
_________________________________
প্রশ্নবোধক চিহ্ন                 (?)               এক সেকেন্ড
_________________________________
বিস্ময়সূচক/
আশ্চর্যবোধক চিহ্ন             (!)               এক সেকেন্ড
_________________________________
ড্যাস                            (-)                এক সেকেন্ড
_________________________________
কোলন ড‌্যাস                   (:-)               এক সেকেন্ড
_________________________________
কোলন                          (:)                এক সেকেন্ড
_________________________________
সেমি কোলন                  (;)              ১ বলার দ্বিগুণ সময়
_________________________________
উদ্ধরণ/উদ্ধৃতি চিহ্ন      ('  ' / ''   '')           এক সেকেন্ড
_________________________________
হাইফেন                      (-)             থামার প্রয়োজন নেই
_________________________________
ইলেক বা লোপ চিহ্ন        (')             থামার প্রয়োজন নেই
_________________________________
বন্ধনী চিহ্ন              (), {}, []          থামার প্রয়োজন নেই
_________________________________
ত্রিবিন্দু বা
Three dots               (...)          
_________________________________



আসুন রক্তের বিনিময়ে রক্ষা করা বাংলা ভাষার প্রমিত উচ্চারণের সাথে সাথে নির্ভুলভাবে লেখার অভ্যাস গড়ে তুলি। ভালো থাকুন বন্ধুগণ।