এই সুন্দর সোনালী সন্ধ্যায়
কলাবতী মুখখানি ঝরে পরে আজ;
দুহাত বাড়িয়ে ছুঁয়ে দিতে চাই
গোলাপী কপোল, তিলকের নিটোল চিবুক।
আকাশের ওপারে আকাশ- মেঘেদের দেশ,
মেঘের পেছনে মেঘ- অনন্য আবেগ,
তার পশ্চাতে তুমি- আমারই প্রেম।
কত যুগ ছিলে মেঘের আড়ালে
অনন্য আলোকের ধারা, কল্পলোকের?
আজ নেমে এলে তুমি
সুরভীত সন্ধ্যার আমার আঙ্গিনায়।
দুর্নিবার হয়ে উঠে
অনন্তকালের তৃষিত প্রাণ; করে আনচান,
তোমাকে ছুঁয়ে দেবার বিলোল স্পর্ধায়।
ঝড়ের মতন বের করো না নখর তোমার!
ভেঙ্গো না আমার প্রেমের অহংকার।


১৯/০২/২০১৭
মিরপুর, ঢাকা।