পতন
-----
পর্বতের চূড়ায় ঘুমাচ্ছিলাম, তখনও হয়নি অবতীর্ণ চাঁদ;
একটি মিষ্টি স্বপ্ন দেখছিলাম, কেটে গেলো জীবনের
অবসাদ। ভাবিনি, পর্বতের পদতলে থাকে নিম্নমুখী খাদ।


১৬/০৫/২০১৯
মিরপুর, ঢাকা।


('অমর একুশ' বাংলা ভাষার সাথে ওতপ্রোতভাবে জড়িত।
তাই, একুশ শব্দের কবিতা চলুক কবিতার আসরে।
তার চেষ্টা করে যাই এই অনু কবিতায়।)