প্রেমের নদীতে ঢেউ জাগে যদি
        মনের নৌকা বাঁধবে কে?
উজানের পানে চলে দ্রুতলয়ে
        নেই যে শক্তি তাই রুখে।


আকাশে ছড়ানো বজ্র আবেগে
        দুর্যোগ মাঝে এগিয়ে যায়,
আত্মদানের চেতনা হৃদয়ে
        থমকাতে তারে কে পারে, হায়!


তুমি যে আমার পান্থ প্রেমের
        নীলাভ আকাশ স্বপ্নাতুর,
অমিত আলোর দীপ জ্বেলে যাই
        ঘুচিয়ে সকল দুখ-বিঁধুর।


জীর্ণ জীবন, ক্ষীণপ্রভাময়
        ধ্রুবতারকার অবস্থান,
মর্মভেদের সুর জাগে মনে
        রুখবে কে এই প্রেমিক প্রাণ!


১৮/০৫/২০২০
মিরপুর, ঢাকা।