কষ্টের জল ছড়িয়ে দিয়েছি জীবনের চারিদিকে,
রঙিন জীবন ক্রমশঃ হচ্ছে ঘোলাটে এবং ফিকে।
তোমাকে বলেছি, ‘ভালোবাসা হলো জীবনের বড় ভুল,
কাঁটা ফোটে শুধু পরতে পরতে অকালে ঝরে যে ফুল।
দেহের ভেতরে কষ্টের পোকা ক্রমশঃ বৃদ্ধি পায়,
জীবনের ধারা মরণের পাড়ে শুধুই যে উছলায়।
এদিকে এসোনা, আমার মতোন আমাকে থাকতে দাও,
যা তুমি দিয়েছো ভালোবাসা নামে আজ সব তুলে নাও।’


দুঃখ-আগুনে পোড়াবো আমাকে শোধিতে অতীত ঋণ,
পথের মানুষ পথে পড়ে রবো চাইবো না কোনদিন
তোমার পরশ সুখ কামনায় ধরণীর ’পরে আর,
সুখ-মায়া-মৃগ চলে যাক দূরে ছেড়ে এই সংসার।
পৃথিবীর সেরা সুখীদের মতো করি একা পায়চারি,
ঘরহারা আমি এখন আমার পুরো পৃথিবীটা বাড়ি।