পৃথিবীর খেলাঘরে কোলাহল করে এসে
কতো কিছু লভিয়াছি খেলায়, অবহেলায়।
যা কিছু দেখেছি চোখে, যা কিছু পেয়েছি প্রাণে,
অপরূপ রূপ-সুধা, মিটায়েছে তৃষা-ক্ষুধা,
ধন্য হলো দেহ-মন, ধন্য এ মানুষজীবন।
দূরের দিগন্তে চাহি গলা ছেড়ে গান গাহি',
বলেছি তোমারে কত অবিরাম অবিরত;
বিশ্বপ্রভু! দয়া করে, করুণায় লহো যদি
আপনার দাস ভেবে পরপারের সংসারে;
রহিবে না দুঃখ প্রাণে। তাই, বিদায়ের গানে
বলে যাচ্ছি সত্য কথা- এই মানুষ জীবন
সার্থক হয়েছে প্রভু, অমায়িক করুণায়।


৩০/১১/২০১৯
মিরপুর, ঢাকা।