আঁধার আকাশে তুমি অপরূপ চন্দ্রাবতী এক,
স্বর্গের দুয়ার খুলে মর্ত্যভূমে এসেছো তুমি হে!
নীল জ্যোৎস্নার ধারা ছড়িয়ে দিয়েছো
জীবনের মাঠে মাঠে; অন্ধকারে, আলোর বিস্তারে।
চেয়েছি আলোর সুধা; ওগো, অরূপ প্রিয়তি!
চুপিসারে এ জীবনে এসে মিটিয়ে দিয়েছো ক্ষুধা।
লক্ষ লক্ষ বছরের শেষে, অতি ভালোবেসে
এলে সুখ পরশনে কম্পিত হৃদয়ে।
সুরভী মাখানো আলো গহন গুহার অন্ধকারে
জ্বালো, জ্বালো চন্দ্রাবতী, এবার তুমিই জ্বালো।
এই ধূসর জীবনে আলোময় মশাল জ্বালাও,
চেয়েছি বারবার আমি সারসীর বুকের উষ্ণতা
শীতের গহন রাতে। প্রিয়তি, অনলবহ্নি জ্বেলে
জীবন-অন্তিমকালে এসো। যেখানে চরণ-ধুলি
পড়েছে তোমার সেখানে ফুটেছে ঘুমন্ত ফুলগুলি;
সুবাস ছড়িয়ে তারা মুখরিত করে চরাচর।


২৭/০২/২০২০
মিরপুর, ঢাকা।