ভৃঙ্গারে দাও প্রেমসুধারাশি পান করে যাবো আমি,
প্রেমার্ত মন কাঁদে অনুক্ষণ গিরিচূঁড়া ঘুরে ঘুরে;
লোক-লাজভয় ভুলি' সমুদয় জপে যাবো দিবাযামী,
প্রেমের প্রতাপে শব্দেরা নাচে বিরহের সুরে সুরে।
বৃষ্টির দিনে পিচ্ছিল পথে শঙ্কিত অন্তরে
শ্বাপদসঙ্কুল কাননে ঘুরি মলিন নাঙ্গা পায়:
আলোকিত করো উৎসব হয়ে জীবনের বন্দরে
অনাদিকালের উদারশক্তি ডেকে যাও ইশারায়।


মাটির ভূধরে রাখি প্রিয়তিরে অনন্ত প্রয়োজনে,
তিমিরতোরণে মর্ত্যমহিমা অঙ্কিত আঁখিতলে;
সজল প্রেমের কাজল মেখেছি মরণ আলিঙ্গনে,
দিবানিশি তাই গান গেয়ে যাই 'প্রিয়তি প্রিয়তি' বলে।
খোলা বাতায়নে চন্দ্রের শিখা যেমনি গোপনে পশে,
তুমিও তেমনি এসেছো জীবনে আনন্দ মধুরসে।


২৬/০৫/২০২০
মিরপুর, ঢাকা।