তোমাকে রেখেছি ধরে সুখ-বিরহ অন্তরে
অনন্তকালের প্রিয়। যামিনী শেষের কালে
স্নিগ্ধ ভোরের প্রাক্কালে জেগে উঠে কতো পাখি;
তাদের কণ্ঠের ডাকে কেড়ে নিয়ে যায় দূরে
চোখের বিলাসী ঘুম। ঘুমাতুর আঁখি মেলে
দেখি এলোকেশে তুমি; অরুণোদয়ের স্নিগ্ধ
রক্তিম আভায় ঘিরে রাখো আমার পৃথিবী।
পুলকিত হয়ে জাগি, জীবনের ক্লান্তিকর
দুঃখময়তার মাঝে। সযতনে ঢেকে দাও
কোমল পরশ দিয়ে। কালের প্রবাহে চলে
নীলরঙা নদীজল, ফল্গুধারা অনুভব
করি তোমার মধুর স্পর্শের দুঃখবিনাশী
সজীব প্রেমের ধারা। তোমাকে রেখেছি তাই
অনন্তকালের সুখে, প্রিয়তির মাধুরীতে।


১৭/০৭/২০১৯
মিরপুর, ঢাকা।