এখন শুধু তোমার কথাই মনে পড়ে
মনে পড়ে সকাল দুপুর রাত্রে;
যখন থাকি একলা একা অবসরে
ভীষণ জ্বালা জ্বলে আমার গাত্রে।


পরের কথায় ঘর বেঁধেছি পৃথিবীতে
জীবন ভরেই পেলাম শুধু যন্ত্রণা;
ধুলোবালি ছাই জমেছে সরল চিতে
দিলো না কেউ শুদ্ধ প্রেমের মন্ত্রনা।


আবার ফিরে যা রে ও মন একলা একা
পেতে কিছু স্বস্তি এবং শান্তি;
জীবন নয় রে এই সমাজের মুচলেকা
বাঁচতে আবার ঝরিয়ে দে ক্লান্তি।


সকল ছেড়ে বেছে নিলাম প্রবীণ নিবাস
নিজের মত নিজেই এবার যাই বেঁচে;
মোহ-মায়া সকল ছেড়ে হোক বসবাস
বিশ্বলোকে প্রাণ খুলে আজ যাই হেসে।


১৩/০১/২০২৩
মিরপুর ঢাকা।