তোমারে দেখেছি চাঁদের আলোতে, উজ্জ্বল প্রভা নিয়ে
অপেক্ষারত হাস্যমূখরা; অপরূপ জ্যোতি চোখে।
কতোশতদিন খুঁজেছি তোমারে; ডেকেছি আবেগে, প্রিয়ে!
সাত জনমের পুত ভালোবাসা। শত মৃত্যুর শোকে
ধ্রিয়মাণ হয়ে, এই পৃথিবীতে দুর্বল মানুষেরা
যেমন নিয়ত খুঁজে ফিরে; চায় কাঙ্ক্ষিত ভালোবাসা।
বিত্ত হারানো চিত্ত ব্যাকুল শোকেতে ছন্নছাড়া;
তবুও, ছাড়ে না প্রথম প্রিয়াকে জীবনে পাওয়ার আশা।


কতো বছরের ব্যবধান হলো, হিসেব রেখেছো তুমি?
কড় গুণে দেখি, তিন যুগ হলো! প্রথম দিনের থেকে।
ভুলিনি আজও তোমায় প্রিয়তি;। সকল গোয়ার্তমি
ভুলে, তুলে রাখি; এই হৃদয়ের তাপে সযতনে ঢেকে।
বাস্তবে তুমি আসিলে না ঘরে, প্রথম প্রেমের রানী!
চিন্তা-চেতনে রেখেছি হৃদয়ে, আজো তাই হার মানি।


০১/০৪/২০২১
মিরপুর, ঢাকা।