মানুষের মাঝে দেখি অমানুষ বৃত্তি,
যায় না যে খুঁজে পাওয়া মানবতা সেই;
পথভ্রষ্ট মানুষের নেই কোন চিত্তি,
প্রেমময় মানবতা পৃথিবীতে নেই।
নৈতিকতাহীন এই মানব সমাজে
ঘুষ, ধর্ষণ, লুণ্ঠন, দুর্নীতি, সন্ত্রাস
সমাজের রন্ধ্রে রন্ধ্রে, সর্বত্র বিরাজে;
প্রকাশ্য দাপটে চলে নিত্য; বার মাস।


নেই সুখ, স্বস্তি; নেই সৌহার্দ্য, মমতা;
ভালোবাসা ম্রিয়মান; নিশ্চুপ, নির্বাক!
অন্যায়ের প্রতিবাদে জাগে না সততা,
ভয়ে স্তব্ধ ন্যায়নীতি, শান্তির চার্বাক।
মোহমায়া ছিন্ন করে জেগে উঠো, চিত্ত!
ঝলসিত আদর্শের হোক জয় নৃত্য।


০৬/০৮/২০১৯
মিরপুর, ঢাকা।