প্রভাতের পাখি ডেকে বলে মোরে, "ওরে,
আলোর ঝরণা বহিছে বিশ্বলোকে;
শুয়ে আছো কবি বদ্ধ-আঁধার ঘরে,
বের হয়ে দেখো এই আনন্দলোকে"।


বাহিরে এলাম, স্ফটিক আলোর রেখা
আঁধার সরিয়ে দুলে দুলে নাচে আজ;
পূর্বগগনে তরুণ অরুণ একা
হাসে আনন্দে, প্রকৃতির কারুকাজ!


পাখিরা গাহিছে জীবনের গানগুলো-
কিচির-মিচির; সমস্ত তোলপাড়!
কান ঝালাপালা; তাই, দেই কানে তুলো,
লতাপাতা-ফুল বড়ই চমৎকার।


যে জনা দেখেনি প্রভাতের এই রূপ,
বিশ্বজগতে দেখিনি কিছুই তারা;
অরূপেরে দেখি রূপের ভেতরে ডুব
দিয়ে; অতঃপর, হই যে আত্মহারা।


২৮/১০/২০২২
মিরপুর ঢাকা।