পুরুষ! তোমার জীবনে যতোটুকু গুণ আছে;
নুন হয়ে সবটুকু মিশে গেছে
        সংসারের সাগরের জলে।
তোমার দোষের সকল আঁকর,
ভাতের কাঁকর হয়ে পরবেই
        রমণীর দু'দাঁতের তলে।


অর্থ-হীন হও যদি মানব জীবনে;
যতোই হও না পরিপাটি; সকলই মূল্যহীন!
        রমণীয় রমণীর কাছে।
পুরুষ, তোমার প্রথম জীবন- মানুষজীবন!
অতঃপর, বোঝা টানা গাধার মতোন,
        এই পৃথিবীর সংসারের মাঝে।


১৪/১১/২০১৯
মিরপুর, ঢাকা।