আজন্ম লালিত প্রিয়তি আমার,
তুমি পুষ্প, হে বালিকা!
মিছেমিছি সাজ করো সাজ-ঘরে গিয়ে।
পুষ্পের সৌন্দর্য বর্ধন নিমিত্ত স্বর্ণকান্তি
              অলঙ্কার পরিধান অর্থহীন;
সূর্যের সমু্জ্জ্বল প্রভা দেখাবার জন্য
অন্য আলোক-দ্যুতির কোন প্রয়োজন নেই;
হৃদয় উত্থিত মেঘের পরতে লুকিয়ে থাকা
            প্রেমের কবিতা প্রকাশের ক্ষেত্রে
শব্দের বাহুল্য বর্জনের কোন দোষ নেই;
বাহুল্যবর্জিত আড়ম্বরহীন তুমি চলে এসো,
                   তুমি চলে এসো এ বর্ষায়।
আজ বৃষ্টিভেজা শ্যামলীমা আকাশের নিচে,
নৃত্য হবে কদম্ব গাছের তলে;
পুষ্পের মোড়ক খুলে দেখে নেবো অরূপ সৌন্দর্য;
অতঃপর, আমরা মাতাল হবো
         প্লাবিত বন্যার সুবাসিত অমিয় ধারায়।


১৪/০৭/২০১৮
মিরপুর, ঢাকা।