মরম পিরিতি
জাগিলো যে অতি
        কৃষ্ণ কৃষ্ণ নামে,
দেখে আয় সখি
রাধার বিবাগী
        নামিলো কি ধরাধামে?


কালিন্দী-জলে
আজিকে উথলে
        জলতরঙ্গ হাসি,
কদম্ব ডালে
বসে নিশি কালে
        বল, কে বাজায় বাঁশি?
বিরহী পরান
করে আনচান
        তার সুন্দর নামে।
দেখে আয় সখি
রাধার বিবাগী
        নামিলো কি ধরাধামে?


বসুমতী কাঁদে
তারি বিচ্ছেদে
        কাঁদিছে রাধার মন,
আসি বলে ওরে
চলে গেলো দূরে
        ছাড়িয়া বৃন্দাবন।
রুক্মিণী ঘরে
কতো সুখ ঝরে
        ওই বিদর্ভধামে!
রাধার পিরিতি
জাগিলো যে অতি
        কৃষ্ণ কৃষ্ণ নামে।


২২/০৮/২০১৯
মিরপুর, ঢাকা।